থার্মোমিটার, দাড়িপাল্লা অথবা হলুদ গজফিতা
বলতে পারে না কতটা সাইক্লোনে মানুষ বদ্ধ উন্মাদ হয়
উন্মাদনা কতটা চূড়ান্তে গেলে সে স্বাগত জানায় একটা ক্রাশ-ল্যান্ডিং-এর
ত্রিশহাজার ফুট উপরের নাবিকেরা বেশ গম্ভীর
সানগ্লাসের সামনে ভেসে ওঠা একটা অ-ঊর্মিল মেঘ সিন্ধু
এসব দেখে আমরা যারা বেদুইন, শুধু তারাই উত্ফুল্ল হই প্রশান্তির কঙ্কালে
আমরা জানি, আমাদের অস্তিত্ব মাহলের সিম্ফনি নাম্বার ৬-এর মতই ট্রাজিক
মনগড়া গল্পের নাইকারা বৃষ্টিতে যতই ভিজুক না কেন
আমরা কখনই কাঠপেন্সিলে আঁকবো না কাগুজে নৌকা
কারণ, গল্পের সবথেকে বিষাদময় অধ্যায় অস্তিত্ব ছাপিয়েও বেচে রয়
বলতে পারে না কতটা সাইক্লোনে মানুষ বদ্ধ উন্মাদ হয়
উন্মাদনা কতটা চূড়ান্তে গেলে সে স্বাগত জানায় একটা ক্রাশ-ল্যান্ডিং-এর
ত্রিশহাজার ফুট উপরের নাবিকেরা বেশ গম্ভীর
সানগ্লাসের সামনে ভেসে ওঠা একটা অ-ঊর্মিল মেঘ সিন্ধু
এসব দেখে আমরা যারা বেদুইন, শুধু তারাই উত্ফুল্ল হই প্রশান্তির কঙ্কালে
আমরা জানি, আমাদের অস্তিত্ব মাহলের সিম্ফনি নাম্বার ৬-এর মতই ট্রাজিক
মনগড়া গল্পের নাইকারা বৃষ্টিতে যতই ভিজুক না কেন
আমরা কখনই কাঠপেন্সিলে আঁকবো না কাগুজে নৌকা
কারণ, গল্পের সবথেকে বিষাদময় অধ্যায় অস্তিত্ব ছাপিয়েও বেচে রয়