জনপ্রিয় পোস্টসমূহ

বুধবার, ৩ আগস্ট, ২০১১

গিয়ানজাম

প্যাডে জানি কেমুন ব্যথা অনুভব হইতছে
ডাকতর কহিলেন;
"প্রকৃতির সহিত যোগাযোগ উন্নত করেতে হইবেক"
অতঃপর কোষ্ঠকাঠিন্ন্যের ঔষধ গিলিলাম
উহাতে সিংহাসনে বসিবার মাত্রা বাড়িল শুধু
তবুও প্যাড বেদনার উপশম হইলো না
নিতান্তই হতাশ হৈয়া গেলাম বাতাস খাইতে
তখনই আমার উপড় নাজিল হইলো এক জ্ঞানভান্ডার
বলিল; "কি হয়েছে দাদা"
জানি উত্তর না পাউয়া পর্যন্ত শ্যালকের পুত্র থামিবে না
ঘ্যানতানো ঠেকাইতে তাই পুরা সিন তর্জমা করিলাম
শুনিয়া সে দন্তের দোকান খুলিয়া কহিল:
"প্রেম হইয়াছে.... কবিতা লিখেন, উপশম পাইবেন"
বুঝলাম; আমারে কুত্তায় কামড়াইছে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন