শুয়ে আছি ঘুমের অভিনয়
ঘুমিয়ে আছি স্বপ্নের অভিনয়
ইচ্ছে মত ইচ্ছেগুলো বাক্সে ভরছি
ইচ্ছেগুলো ধূম্র ডানায়
ইচ্ছেগুলো উড়ে যায়
এলোমেলো সবকিছু
এলোমেলো ধুলায় ধুলায়
এলোমেলো চুল এলোমেলো বিছানায়
এলোমেলো ঘরে এলোমেলো আমি
ছন্নছাড়া ঘড়ির কাটা
ছন্নছাড়া ভবঘুরে পথ ছন্নছাড়া জীবন
ইচ্ছে মত অভিনয় করছি- সব পরিপাটি
সবই ভাললাগছে
-অথবা ভাললাগার অভিনয় করছি
(November 24, 2010)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ইচ্ছে করে গোলাপটাকে চড় মেরে ফেলে দেই হাসনাহেনার আবর্জনায় লজ্জায় পড়ে হলেও গোলাপটা গন্ধ শিখুক শুধু রঙের সাজে কি ফুল হওয়া যায়??? মুঠো ভর্ত...
-
কেন ডাকিস আমায়? জানিস না— আমি মুক্ত আকাশের নিচে সমুদ্র জলরাশি আর এ বিশাল ভুখন্ডে বন্ধী। জানিস না— আমি তোর নিমন্ত্রনে হই দিশেহারা, ছুট...
-
মহাজগতের কোন এক সহস্র বর্ষ পূর্তি ক্ষণে উপবৃত্ত কক্ষপথের অবাধ্য হয়ে আকাশগঙ্গা পাড়ি দিয়ে উন্মত্ত ধূমকেতু আসবে পৃথিবীকে ভালোবেসে আমি আসব ...
ব্যানারে সপ্নরোগী বানান ভুল। স্বপ্নরোগী হবে।
উত্তরমুছুনসজল