জনপ্রিয় পোস্টসমূহ

বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০১০

এইসব

জীবনের অধিক আলোকিত পথগুলো অন্ধকারাচ্ছন্ন থাকে
ধূর্ত ঠকবাজ সেই অন্ধকারগুলো ধরা দেয় না,
তারা আলোর মুখোস পড়ে ফাঁদ পেতে রাখে
সেই ফাঁদে ধরা দেয় যতসব ভাগ্যহত।
চাপা ক্ষোভে জন্ম নেয় কিছু উদ্ভিদ,
তাদের সময়ের হিসেব রাখতে হয়।
আর সময়ের কাদামাটি—
সে ধরে রাখে যত সব পথিকের পদচ্ছবি।
মেঘ গুলো সমাবেশ করে,
গগন কাঁপানো তাদের হুঙ্কার
আজকের সিদ্ধান্ত— বৃষ্টি নামবে।
প্রবল সে বৃষ্টি—
আলোকিত বজ্র আর শীল প্রপাত।
বেপরওয়া কিছু বাতাসের দল ঝর তোলে,
মুহুর্তে ছিটকে হারিয়ে যায় উড়ন্ত ঘুড়ি
শুধু নাটাই পড়ে থাকে—
ঘুড়ির শেষ স্বৃতিচিন্ন—এক গুচ্ছ সুতোকে আঁকড়ে ধরে।

(১৫ ভাদ্র ১৪১৭ বঙ্গাব্দ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন