ঘোলাটে হয়ে যাচ্ছে—
জীবনের সব সমীকরণে মহা জটিলতা,
প্রতিটি পদে পদে এখন হিসেব কষতে হচ্ছে।
চারিদিকে সম্পর্কের মূল্যস্ফীতি,
আর সম্পর্ক নষ্টের বিশাল মুল্যরাস।
লেন-দেন চলছে চড়া সুদে;
কোষাগারের সামনে লেগেছে জট—
অধিকোষ স্থিতি শূন্য করে
চেক ভাঙ্গিয়ে দান-প্রতিদান উসুল করছে সবাই।
কার কত অবদান,
কার সাথে কার অবদানের কত ব্যবধান,
তাই নিয়ে চলছে অসমসমিকরণ।
যোগ-বিয়োগের গভীর জটে
পাল্টে যাচ্ছে হিসেবের ধরন।
হিংস্র হয়ে উঠেছে সবাই
সস্তা ছাই-পাসের বিনিময়ে;
দ্বিগুন লাভ করবে বলে।
(২ ভাদ্র ১৪১৭ বঙ্গাব্দ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন