১.
নিশিতে জেগে জেগে স্বপ্ন দেখছি
বালিকা সুলভ এক তরুণী বিষয়ক স্বপ্ন
অনেক চেষ্টা করেও
তার কণ্ঠস্বর শুনতে পেলাম না
তারপর জোনাক জ্বালিয়ে
ভিজলাম মিথিলা বর্ষায়-
সারারাত একা একা!
২.
আমি মাঝে মাঝে ভুল স্বপ্ন দেখি
ভালবাসার মতন মরীচিকা
আমি মাঝে মাঝে যাই মেঘের দেশে
আমার উড়ে যাওয়াটাই বিভ্রন্ত্রতা
আমি মাঝে মাঝে ভালোবেসে ফেলি
স্পর্শের বাইরের ভালবাসা
৩.
ভাবছি তুমি আমি
আসলে তা না
ভাবছি শুধুই আমি
তুমি কিন্তু ভাবছ না
স্বপ্ন শুধুই আমার
ঘুম কিন্তু তোমারটা
(November 24, 2010)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন