আমি চলেছি,
পেছনে ক্লান্ত রক্তিম সূর্য ফেলে.
দৃষ্টি জুড়ে সারাবেলার আলো নেই
অথবা হয়তঃ আছে, ক্লান্ততায় ঢেকে.
শুন্যতায় ডুবে সারা মস্তিস্ক চর
অথবা, অযাজিত ভাবনায় ডুবে.
রিদপিন্ড কাপছে অক্লান্ত
এ যেন দুর্বলতা মাদকের উন্মাদনার শেষে.
বাতাস ধুলোয় মিশে চারিদিক,
আর মৃত্যু মেশানো বারুদের গন্ধ
মাঝে আমি তার আলিঙ্গনে.
ছোপ ছোপ রক্তেভেজা ঘাস দুরে ফেলে
আমি আগাই ভিরু পায়ে,
পড়ে থাকা প্রানহীন দেহ পেছনে ফেলে.
আমি চলেছি,
পেছনে বাড়ি না ফেরা কত শুত্রু-মিত্র ফেলে.
আমি সৈনিক,
যেতে হবে,
আছে যত ফেলে.
তবে আজ নয়,
আজ আমি মৃত্যুকে চোখ রাঙানোর উল্লাসে.
হয়্তঃবা আবার জীবন বাজী,
মুল নায়কের যুদ্ধহুন্কারে.
(বঙ্গাব্দ ২৬ বৈশাখ ১৪১৭)
পেছনে ক্লান্ত রক্তিম সূর্য ফেলে.
দৃষ্টি জুড়ে সারাবেলার আলো নেই
অথবা হয়তঃ আছে, ক্লান্ততায় ঢেকে.
শুন্যতায় ডুবে সারা মস্তিস্ক চর
অথবা, অযাজিত ভাবনায় ডুবে.
রিদপিন্ড কাপছে অক্লান্ত
এ যেন দুর্বলতা মাদকের উন্মাদনার শেষে.
বাতাস ধুলোয় মিশে চারিদিক,
আর মৃত্যু মেশানো বারুদের গন্ধ
মাঝে আমি তার আলিঙ্গনে.
ছোপ ছোপ রক্তেভেজা ঘাস দুরে ফেলে
আমি আগাই ভিরু পায়ে,
পড়ে থাকা প্রানহীন দেহ পেছনে ফেলে.
আমি চলেছি,
পেছনে বাড়ি না ফেরা কত শুত্রু-মিত্র ফেলে.
আমি সৈনিক,
যেতে হবে,
আছে যত ফেলে.
তবে আজ নয়,
আজ আমি মৃত্যুকে চোখ রাঙানোর উল্লাসে.
হয়্তঃবা আবার জীবন বাজী,
মুল নায়কের যুদ্ধহুন্কারে.
(বঙ্গাব্দ ২৬ বৈশাখ ১৪১৭)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন