সেদিন বারান্দায় দাড়িয়ে দেখেছি—
তুমি মেঘের ডাকে ছুটে এসেছ ছাদে
বাদলের উত্তাল ঝড়ো নৃত্তে
শিহরিত তোমার হিয়া.
দূর থেকে ভেসে আসা ভিজে-বর্ষা
তোমায় আলিঙ্গন করে ভালোবেসে,
আর বর্ষা-জল যেন জলপ্রপাত
কপাল ছুয়ে—
চুমো খায় তোমার ঠোটে!
(২৬ শ্রাবণ ১৪১৭ বঙ্গাব্দ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন