জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ২৯ নভেম্বর, ২০১০

কৃত্রিম

সত্য কাটছি মিথ্যা দিয়ে
মিথ্যা কাটছি সত্য দিয়ে
অথচ রক্ত ঝরছে আমার
অন্ধ চোখে স্বপ্ন দেখছি- জেগে জেগে
মাঝে মাঝে আবার স্বপ্নই উকি দিচ্ছে আমার অঞ্জলিতে
শুধু কুয়াশার ঘোর কাটলে বুঝি যাই আমি দুঃস্বপ্নর বিছানায়

এই অন্ধকার মঞ্চে
শিকারি স্পট লাইট বারবার এসে ঝাপটে ধরে
অভিনয় করাটা একান্তই জরুরি
অবয় ঢাকতে হচ্ছে মিথ্যে মুখোশে
অকারণ হেসে খুন হওয়া,
স্বাভাবিক কৌতুক
এইসব ঢেকে দিচ্ছে অন্তরের ভেতরের মেঘগর্জন
হাসতে হাসতে চোখ ছল ছল
আসলেই কি তাই?
নাকি প্রবল বিদ্রোহে ফেটে পড়া অশ্রু ঢাকছি  
সস্তা রঙিন কাগুজে-হাসির মোড়কে!

 (November 29, 2010)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন