হৃদয় নিংড়ানো কালী দিয়ে লেখা কবিতা কি অর্থহীন নয়?
সময়ের নিষ্ঠুরতা সইতে না পেরে
জীবনের অনিকেত্প্রান্তরে গিয়ে ফিরেই যদি আসি
তবে কি যাওয়াটাই অঝথা ছিল না?
হয়তঃ ছিল—
তবুও পথভ্রস্ঠের মত যাই আমি বারবার—
জং ধরা লোহার টুকরোর মত
ব্যর্থতা ধরা অস্তিত্বকে ছুড়ে ফেলে দিতে।
কিন্তু সেখানেও আমি ব্যার্থ!
প্রবল আতঙ্কে, কাপুরুষতার অশুভ ছায়ার আলিঙ্গনে
মাদকাসক্তের হতাশা ছরিয়ে যায় রন্দ্রে রন্দ্রে।
আমি যেন সূর্যের হেয়ালি প্রখরতায় শুষ্ক হয়ে
এই অনিকেত্প্রান্তরে অবহেলায় পড়ে থাকা কিছু উদ্ভিদ।
এক ফোটা জলের আশায়
আমাদের আর্তনাদ মেঘেদের কাছে
দৃষ্টি বোকা কাকের মত—
কিন্তু বিধাতার মতই উপরে মেঘপাল দেখেও দৃষ্টি ফিরিয়ে নেয়!
(October 25, 2010)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন