মাতাল হয়ে জেগে থেকে
চন্দ্র বিলাসে অনেক কিছু ভুলে গেছি
ভুলে গেছি জোনাক হয়ে আগুন ছড়ানো
কালচে গারো নীল এক ঝাঁক নক্ষত্রের মেলা
ভুলে গেছি এই বিস্তীর্ণ সবুজ প্রান্তরে
এই মেঘ ছুঁয়ে যাওয়া পর্বতে
আমার অবস্থান কোথায়
যদিও পৃথিবীর শত কুমন্ত্রণায় রক্ত ঝরে
জমাট না বাধা বৃদ্ধ জলপ্রপাতের মত
অথচ এ বিস্মিত লগ্ন জুড়ে কোন যন্ত্রণা নেই
শুধু বুনো হংসীর পরিত্যক্ত পালঙ্ক দেখে ভাবি
আমার অবস্থান কোথায়
যদিও এসব ভাবতে ইচ্ছা হয় না
অথবা ভাবতে ভয় লাগে
অথচ অপার্থিব ভাবনায়
আমাদের পার্থিব জীবন
চন্দ্র বিলাসে অনেক কিছু ভুলে গেছি
ভুলে গেছি জোনাক হয়ে আগুন ছড়ানো
কালচে গারো নীল এক ঝাঁক নক্ষত্রের মেলা
ভুলে গেছি এই বিস্তীর্ণ সবুজ প্রান্তরে
এই মেঘ ছুঁয়ে যাওয়া পর্বতে
আমার অবস্থান কোথায়
যদিও পৃথিবীর শত কুমন্ত্রণায় রক্ত ঝরে
জমাট না বাধা বৃদ্ধ জলপ্রপাতের মত
অথচ এ বিস্মিত লগ্ন জুড়ে কোন যন্ত্রণা নেই
শুধু বুনো হংসীর পরিত্যক্ত পালঙ্ক দেখে ভাবি
আমার অবস্থান কোথায়
যদিও এসব ভাবতে ইচ্ছা হয় না
অথবা ভাবতে ভয় লাগে
অথচ অপার্থিব ভাবনায়
আমাদের পার্থিব জীবন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন