বেহুদাই চিল্লায় আবুদেরা
বেবধেরা চিল্লা-ফাল্লির মইধ্যে নাই
শুনছি সন্যাসীরা জঙ্গলে যাইত
মঙ্গল সাধনা করতে
উদাম হৈয়া কে কুন মঙ্গল ঘটাইছে
ইডা আমি হয়ত বুইঝপো না;- দরকার নাই
তয় আমিও জঙ্গলে যাইতে চাই
দুনিয়ার যত ছাই ভাল্লাগে না
প্রতিদিনের যাবতীয় বাল-ছালে গা খাউজায়
আর ভদ্রতা, বিনম্রতা, প্রেত্তহ বাঁশ খাউয়া
জীবন নামের কুত্তার লৌড় খাউয়া
স্টেটাস রক্ষায় বাল ছিড়া আঁটি বাঁন্ধা
এইসব বাল-ছাল আলুছানা ভাল্লাগে না
আমি আবুদ নই; পুরাই বেবুধ
তাই চুপচাপ একদিন জঙ্গলে যামুগা
তয় মঙ্গল সাধিতে নয়;
শুধু এই বেঞ্চুদ জিন্গী হইতে অবসর নিতে!!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন