অত্র এলাকায় একটা নেড়ি কুত্তা ছিল
ভদ্র-সভ্য বড়লুকের কুত্তারা তারে
উচা দেয়ালের প্রাসাদের ভিতর দিয়া গাইলাইতো
তয় মাংসের দুকানের মিডেল ক্লাস কুত্তারা
তারে মাঝে-মাঝে খাউন দিত
মাগার জম্মের পর হইতে ময়লার ডাস্টবিনে যোগাইছে তার ডিনার
ঐখানে আধা ল্যাংটা বস্তির পুলাপান তারে লৌড়াইতো
তয় হুদাই খেলুনের জন্য, পিডানুর জইন্য না
ডাস্টবিনের খাউন নেড়ি কুত্তার কখনই ভালু লাগত না
তাই একদিন জিদ্দের চুড়ে দ্যাশ ছাড়িবার জইন্য সে তত্পর হইল
ইদিক-সিদিক ঘুইরা-ঘাইরা ইস্টুডেন্ট ভিসা লইয়া বৈদেশ গেল
কিন্তু বৈদেশেও সে নেড়ি কুত্তা
ইখানে-সিখানে এখনও সে ভাতের গরম মাড়ের ছিডা খায়
তয় এক্ষুন আর সে গাইলায় না; কয়, "বৈদেশই ভালু"
অতপর একদিন বৈদেশ হইতে নেড়ি কুত্তায় ঘুরতে ডাস্টবিনে আইল
কিন্তু এখন এই ডাস্টবিনে সে নেড়ি কুত্তা না; তিনি "জনাব কুকুর";
কেউ কিছু জিগাইলেই ঘেউ দিয়া কয় "ডাস্টবিনে ছুটুলুকেরা থাকে"
আমরা আধা ল্যাংটা বস্তির পুলাপান বলি
"মাকানচুয়ার পুলা জন্মভূমিরে এত্ত সহজে ভুইলা গেলি???"
জনপ্রিয় পোস্টসমূহ
-
আজ একটি বিশেষ শুভ দিন- গৃহ হতে শুরু করে যাবতীয় বন্ধুমহল অনবগত আজ দ্বিপাক্ষীয় দেহবন্টন চুক্তিনামায় সাক্ষর করিতে যাচ্ছি শাহবাগে ফুলের তোড়ার...
-
শুয়ে আছি ঘুমের অভিনয় ঘুমিয়ে আছি স্বপ্নের অভিনয় ইচ্ছে মত ইচ্ছেগুলো বাক্সে ভরছি ইচ্ছেগুলো ধূম্র ডানায় ইচ্ছেগুলো উড়ে যায় এলোমেলো সবকিছু এ...
-
প্রত্যেক বেড়ালের স্বপ্নে মাছেরা ক্যাটওয়াক করে যদিও সত্য-পুরুষেরা স্বীকার করবেন না; তবুও বলি- মন্দের রঙ্গে ভিজতে ভিজতে যখন ট্যাম্পোরাল লো...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন