জনপ্রিয় পোস্টসমূহ

রবিবার, ২০ নভেম্বর, ২০১১

খেদ

অন্ধকার পৃথিবী এক ফোটা সূর্যের জন্য কাতর
কিন্তু আমি অন্ধকার খুঁজি সূর্যের নিচে
এই ক্ষুদ্র সময়ের পার্থিব জীবনে
নিয়ন্ত্রণ হারাচ্ছি ভাবনার, স্বপ্নের, ইচ্ছের
পরিশেষে নিয়ন্ত্রণ হারাচ্ছি আমি আমার

যদিও এই নিষিদ্ধ বোতলের তলায়
আমি খুঁজে পাই আলোকিত ফেলে আসা দিন
অথবা অবাস্তবতায় সত্য হয়ে ওড়ে মনগড়া স্বপ্ন
তবুও কি আমি খুঁজি সেই প্রশান্তি-
যা আমার অনেক আগেই পাওয়ার ছিল?
আমি কি অপেক্ষা করি
চকচকে গ্লাসের মনোহর জল শেষ হবার জন্য-
যেন অনাবিল দেখতে পাই প্রার্থিত গন্তব্য?

এসবের যদি উত্তর জানা থাকত
তবে সেই কবেই আমি ছুটে যেতাম-
ছুটে যেতাম সেই প্রশান্তির বেলাভূমিতে
যেখানে আমার যাবার কথা ছিল অনেক আগেই!