জনপ্রিয় পোস্টসমূহ

বুধবার, ২৪ নভেম্বর, ২০১০

অতন্দ্রিলা

ঘুমাওনি জানি-
মুঠোফোন বালিশের পাশে রেখে দৃষ্টি সিলিং-এ
গোটা কয়েক এসএমএস কড়া নাড়ে সজোরে
এসব তোমার দৃষ্টি আকর্ষণ করে না
তুমি ও তোমার ভাবনা হেঁটে চলেছ পাশাপাশি
অতন্দ্রিলা তুমি জেগে আছ জানি-
শুকতারা স্পর্শ করে আসা নিভু আলো এসে
ছুঁয়ে যায় তোমার বিছানার শেষ প্রান্ত
প্রিয় ভায়োলিন ঘরের এক কোণে বাক্সে বন্দি
ধুলো তার সাথে মাখামাখি করে সুর তুলবে বলে
জেগে আছ জানি-
তোমার ভাবনা চলে ঘড়ির কাঁটার উল্টো দিকে
শুয়ে শুয়ে তোমার ভালো লাগে গুনগুন গান
তোমার এলোমেলো ভাবনা
তোমার ইচ্ছের সুতোয় বোনা স্বপ্ন
-অথবা হয়ত আমি

অতন্দ্রিলা ঘুমাওনি জানি-
তোমার জগতের দ্বারপ্রান্তে
নির্ঘুম চিলেকোঠার জানালার পাশে
জেগে আছি আমি আর একটা জ্বলন্ত সিগারেট
দ্বিধা হয় তবু চেপে ধরে আছি মুঠোফোনটা
তোমার কণ্ঠস্বর শুনব বলে!

(November 23, 2010)

1 টি মন্তব্য:

  1. বালিকা

    বালিকা
    ঘুমাওনি এখনও
    বাহিরে দেখ
    গুড়ি গুড়ি বৃষ্টি মেঘলা আকাশ
    ব্যালকুনিতে নেই কেন তোমার অবস্থান।

    বালিকা
    চিন্তার সাগরে হাবু ডুবু খাচ্ছ বুঝি
    চিন্তার আছে কি কোন শেষ সীমানা
    ভাব আরো বেশি করে ভাবতে থাক
    দেখ পাও কী না কোন কুল কিনারা।

    বালিকা
    কি কথা ভাবছ আমাকে বলতে পার?
    হা হা হা বলবে না
    লজ্জা পেয়েছ বুঝি?
    লাজ-লজ্জা সব ছাড়
    তোমাকে বলি শোন
    তুমি তো এখন আর ছোট নয়
    যা কিছু ভাব করতে পার
    এটা তো ঠিক।

    বালিকা
    চোখের পাঁপড়ি খোল
    মনের দরজা আলগা করো
    যাকে ভালোলাগে তার দিকে হাত বাড়াও
    ভালোবাসা দাও তাকে উজার করে
    ঠিক যতটুকু ভালোবাসা দেবে তাকে
    ঠিক ততটুকু ভালোবাসা পাবে তার কাছে।

    বালিকা
    হা হা হা হা হা
    মন খারাপ করে দিলাম বুঝি
    একটুও কি ভালো লাগে নি
    তোমার চিন্তার ভাবনাকে
    মারতে পারনি এখনও।

    বালিকা
    তোমার ঘরের দরজা খোলা
    তোমার ঘরের জানালা খোলা
    তোমার ঘরের পর্দাটা আড়াল করে রাখা
    তুমি দেখি এখনও অনেক ছোট।

    উত্তরমুছুন