জনপ্রিয় পোস্টসমূহ

বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০১০

তোর পরাজয়ের আয়াজন

কাপুরুষ, তুই না পুরুষ
ছলনা, তোর নিত্য আচরণ
ভালো মানুষের মুখোশে
অবিরাম তোর বিচরণ
ভুলিয়ে ভ্রূমে, বশেতে
নিয়ে যাস সব ছিনিয়ে
তুই অসুরের অচুচী
কৃতার্থম্মনো কূপমন্ডক
অমৃত তোর রন্ধ্রে রন্ধ্রে
প্রশান্তি মিলবে তোর মৃত্যুতে
জ্বালিয়েসিস, তুই পুড়িয়েসিস
ক্ষত-বিক্ষত আমায় ধুলোতে
রক্তাক্ত চোখ ক্রধেতে
উন্মাদ আমি অশান্ত প্রতিক্ষায়
জ্বালাব তোর প্রতিটি মাংসপিন্ড
প্রতিশোধের অদম্য অনলে
সয়েছি অনেক কাল
শিখেছি বলতে, 'আর নয়'
উল্লাস দেখ চারিদিক,
উপলক্ষ তোর পরাজয়
তুলেছি ঢাল প্রাচীর সমান
অমিরের আঘাত আর নয়
ছিরেছি তোর পরানো গলোরজ্হু
শিখেছি হতে কৃতান্ত
আঘাত বানিয়েছে আমায় অমিতেজা
চোখ মেলে দেখে নে,
পাবি না আর আলোর দেখা!!!

(১৮ই মাঘ ১৪১৬)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন