জনপ্রিয় পোস্টসমূহ

বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০১০

লাগামহীন ইচ্ছে

মাঝে মাঝে ইচ্ছে করে—
পৃথিবীর সবথেকে জনমানবহীন রাস্তা ধরে শত মাইল বেগে ছুটে চলি
ছুটতে ছুটতে চলে যাই সূর্যের আস্থানায়,
শুধু বালুকণা আর বাতাসকে সঙ্গী করে।

মাঝে মাঝে ইচ্ছে করে—
মেঘ ছুই ছুই পর্বতের চুড়ায় বসে দৃষ্টি বহুদূর
শুধু জলপ্রপাতের শব্দকে সঙ্গী করে।

মাঝে মাঝে ইচ্ছে করে—
এই সমুদ্রের ঢেউ এসে আমায় নিয়ে যাক জলরাশির মাঝে
অথবা নিঃশব্দ অন্ধকার তলদেশে।

মাঝে মাঝে ইচ্ছে করে—
এলোমেলো এই বিছানাটাই যেন আমার কফিন,
জেগে ওঠার অনিচ্ছা আর বদ্ধ এই ঘরে কর্পুরের কড়া গন্ধ
নিয়ে যাক চির অজানার আর একটু কাছে।

মাঝে মাঝে ইচ্ছে করে—
হতাম যদি চিন্তা-চেতনা শূন্য,
আমি শুধু দর্শক এই সময়ের,—
সামনে চলছে জীবন,রুপালি পর্দায়!

(October 22, 2010)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন