জনপ্রিয় পোস্টসমূহ

বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০১০

পারিনি

বল আমাকে প্রয়োজন নেই—
তাচ্ছিল্য করে ছুড়ে ফেলে দাও আমার সত্তা
হিমাঙ্কের কাছাকাছি শীতল রাতে
আমার উষ্ণতার কোন প্রয়োজন নেই।

বল— বাদলের দিনে নিয়ে আসা কদম ফুলগুলো
তুমি বিরক্তিতে কাদায় ছুড়ে ফেলে দিবে;
পথে যদি আবার কোনদিন দৃষ্টি মিলে যায়
তুমি মনে মনে আমায় অশ্রাব্য গালি দেবে।

বল— তোমার খুব একাকী দিনে
আমার কন্ঠ খুব বিচ্ছিরি লাগে;
আমার সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে গেলে
তোমার নিজেকে খুব অশুচি মনে হয়।

বল— তুমি আমায় ভালোবাসো না,
আমি তোমার জীবনে শুধুই এক পশলা ভুল,
তুমি শুধু একবার অস্রুহিনা চোখে বল
আমায় দুরে সরে যেতে
যেন থমকে না থাকি তোমার মায়াজালে;
তোমার কিছু ঘৃনা দাও আমায়
আমি ভালবাসতে চেয়েও পারিনি ভালবাসতে!

(২১ আষাঢ় ১৪১৭ বঙ্গাব্দ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন