জনপ্রিয় পোস্টসমূহ

শনিবার, ১৩ নভেম্বর, ২০১০

ভৌগলিক নির্বাসন

বিক্ষিপ্ত খেয়াল ছোটে দিশেহারা ধুম্রশালকার মত
খানিকটা পর ভ্রান্ততা কাটে
সময় ও ভুখন্ডের দূরত্বে দুজনেই ভিন্ন মেরু
স্পর্শহীনতার অসহায়ত্ব নিয়ে জানালা গলে দৃষ্টি আকাশে
সেখানে জোড়ায় জোড়ায় অপ্রাপ্তবয়স্ক নক্ষত্রেরা অভিসারে
মেঘেদের শ্বাসন উপেক্ষা করে

শুধু অস্থির মহাকালের অপারগতায়
বোবা অন্ধকার কোনে তারা শীতের মত জড়ো-সরো
অনাগত সময়ের অজানা শংকায়
দেয়াল ঘড়ির ঘন্টার শব্দে ভাঙ্গে লীন জড়তা
আবার তারা ফিরে যায় নীলে
এভাবেই ভোর অবধি তাদের দ্বহন পরস্পরের শুন্যতায়

সকালের সূর্যালোক আসে জলের মত গড়িয়ে
সে আলো তাদের শরীর ছুয়ে যায়
জন্ম দেয় তাদের ছায়া শরীরের
তারপর তাদের সবই স্বাভাবিক—
কিংম্বা স্বাভাবিকের অভিনয়
সময় ও ভৌগলিক দূরত্বের অনল বুকে নিয়ে  

—— (November 13, 2010)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন