জনপ্রিয় পোস্টসমূহ

শুক্রবার, ১২ জুলাই, ২০১৩

লেশ

থার্মোমিটার, দাড়িপাল্লা অথবা হলুদ গজফিতা
বলতে পারে না কতটা সাইক্লোনে মানুষ বদ্ধ উন্মাদ হয়
উন্মাদনা কতটা চূড়ান্তে গেলে সে স্বাগত জানায় একটা ক্রাশ-ল্যান্ডিং-এর
ত্রিশহাজার ফুট উপরের নাবিকেরা বেশ গম্ভীর
সানগ্লাসের সামনে ভেসে ওঠা একটা অ-ঊর্মিল মেঘ সিন্ধু
এসব দেখে আমরা যারা বেদুইন, শুধু তারাই উত্ফুল্ল হই প্রশান্তির কঙ্কালে
আমরা জানি, আমাদের অস্তিত্ব মাহলের সিম্ফনি নাম্বার ৬-এর মতই ট্রাজিক
মনগড়া গল্পের নাইকারা বৃষ্টিতে যতই ভিজুক না কেন
আমরা কখনই কাঠপেন্সিলে আঁকবো না কাগুজে নৌকা
কারণ, গল্পের সবথেকে বিষাদময় অধ্যায় অস্তিত্ব ছাপিয়েও বেচে রয়

বখাটে

বীনের সুরে গিটার বাজালেই নাগিনী আসার গ্যারান্টি নেই
বুঝে গেছি চক বোর্ডে লিখে দিলেই হয় না এস প্লাস এল
লিপস্টিক, আইল্যাসে আহত তরুণদের জন্য হাসপাতালে সিট্ নেই
দুই ইঞ্চি মুখ ডুবিয়ে ভরদুপুরে মরে যাওয়া
ভাঙ্গা আয়নায় নিজেকে দেখতে দেখতে চোখের জল চেখে দেখা
হাঁটতে হাঁটতে কাগুজে রাস্তায় এগারোশ সাতান্ন মাইল যাওয়া
তামাক আর ঘুমের ডায়েটে দুই দিন সাড়ে চার ঘন্টা থাকা
এসব শৃঙ্খলাবদ্ধ প্যাথেটিক উন্মাদনার কোন মানে নেই
আমরা জানি প্রচন্ড শীতে পরীরা আকাশে উড়ে না,
সুযোগ বুঝে আমরা তাই কাঁচি হাতে পরীদের পিছে ঘুরি