জনপ্রিয় পোস্টসমূহ

শুক্রবার, ১২ জুলাই, ২০১৩

লেশ

থার্মোমিটার, দাড়িপাল্লা অথবা হলুদ গজফিতা
বলতে পারে না কতটা সাইক্লোনে মানুষ বদ্ধ উন্মাদ হয়
উন্মাদনা কতটা চূড়ান্তে গেলে সে স্বাগত জানায় একটা ক্রাশ-ল্যান্ডিং-এর
ত্রিশহাজার ফুট উপরের নাবিকেরা বেশ গম্ভীর
সানগ্লাসের সামনে ভেসে ওঠা একটা অ-ঊর্মিল মেঘ সিন্ধু
এসব দেখে আমরা যারা বেদুইন, শুধু তারাই উত্ফুল্ল হই প্রশান্তির কঙ্কালে
আমরা জানি, আমাদের অস্তিত্ব মাহলের সিম্ফনি নাম্বার ৬-এর মতই ট্রাজিক
মনগড়া গল্পের নাইকারা বৃষ্টিতে যতই ভিজুক না কেন
আমরা কখনই কাঠপেন্সিলে আঁকবো না কাগুজে নৌকা
কারণ, গল্পের সবথেকে বিষাদময় অধ্যায় অস্তিত্ব ছাপিয়েও বেচে রয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন