জনপ্রিয় পোস্টসমূহ

বুধবার, ২৯ মে, ২০১৩

সাংকেতিক

নিহত কবিদের সভায় মৃদু হইচই
এমিলি ডিকেন্সনের স্বপ্ন থেকে বের হতে চাই না
দেখিয়ে দিতে চাই তারাপদ রায়কে-
চাইলেই ভ্রমন করা যায় আম গাছের ছায়া নিয়ে
এতটা নাছোড়বান্দা তো কখনই ছিলাম না
-ভাবে অংক বইয়ের শেষ পাতার কবিতাগুলি
পকেটে রাখা রোদ মরে গেলে মরে যাক
চাঁদের দিকে মুখ তুলে গালি দিক নেকড়ে
আমি তবু সড়কদীপে গাছের কঙ্কাল ছাড়ব না
দরকার হলে শহরের সমস্ত সড়কদীপ দখল করব
সাথে থাকবে এক ঝাঁক লাঠিয়াল দাঁড়কাক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন