জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ৬ মে, ২০১৩

আমন্ত্রণ

তুমি কি আমার আমার মত আত্নার সাথে কথা বল?
ঘুমিয়ে কি স্বপ্নের উল্লাসে নেচে ওঠো?
প্রশান্তি নেমে আসে অশান্তির আঙ্গুল ধরে 
শুনতে পাই বৃষ্টি নেমে আসে নুপুরের সুরে
ভিজবে কি বৃষ্টিতে শুধু একবার; হয়ত শেষবার?

তুমিও কি চাওনা দেখতে কলঙ্ক কিভাবে রটে?
হাত বাড়িয়ে আমি- আসবে কি তুমি প্রলয়ের উত্সবে?
নাটাইয়ের সুতো ধরে তুমি হেটে যাও-
এসো একবার নিয়মের বাইরে- শেকড় ভেঙ্গে
এসো একবার আমার বৃষ্টিবিলাসে

আমার অস্তিত্ব শেষ হবে আমার লেখা শেষ গানে
বৃষ্টির ধারালো জলে কেঁটে রক্ত বইবে
চাইলে তুমি তাকে মৃত্যু বলবে
এসো একবার; শুধু শেষবার
রক্তিম বৃষ্টির জলে ভেসে যাওয়া মঞ্চে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন