জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ৬ মে, ২০১৩

মরফিনের আশির্বাদ


হাসি মুছে যায়
তামাক পোড়া বাউন্ডুলে কিশোরের ঠোট হতে 
হাসি মুছে যায় 
বৃষ্টিবিলাসী ওই কিশোরীর রাঙ্গা ঠোট হতে 
পৃথিবীর বিষাক্ত চুম্বনে
ঠোটগুলো সব কালচে নীল 
একদিন হাসি মুছে যায়
ভেবেছ কি নক্ষত্রের দোষ তোমাকে ছোবে না?
ভেবেছ কি রুপকথা তোমাকে দেবে অন্য এক জীবন

আমি ঘুমতে চাই; অনেক অনেক বছর ঘুমিয়ে থাকতে চাই
মরফিনের আশির্বাদে প্রশান্তি বয়ে যাক আমার আত্নায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন