জনপ্রিয় পোস্টসমূহ

মঙ্গলবার, ২৮ মে, ২০১৩

একান্নশ তেরাশি

প্রত্যেক বেড়ালের স্বপ্নে মাছেরা ক্যাটওয়াক করে
যদিও সত্য-পুরুষেরা স্বীকার করবেন না; তবুও বলি-
মন্দের রঙ্গে ভিজতে ভিজতে যখন
ট্যাম্পোরাল লোব বেমালুম মুছে দেয় স্বচ্ছ ছেলেবেলা
তখন প্রবল ইচ্ছা জাগে খুন করার
আমরা সবাই জানি- বখাটে পানকৌড়িগুলোর চাঁদাবাজির ভয়ে
মালদার মাছরাঙ্গারা ঝিলের ধারে পাখাটাও বাড়ায় না
আমরা তবু পণ্ড করতে ভালবাসি বেড়ালের স্বপ্নের রানওয়ে
উলুবনে মুক্ত ছড়াতে ছড়াতে ঢিল ছুড়ি ঝিলে

আমরা সেই কবে ঝড়ে উড়ে এসে পলিথিনের মত
রিক্সার চাকায় আটকে ভাবছি মিন্টু রোড কেন ভিআইপি হল
সব অবান্তর ভাবনাকে যদি চোখ বেধে গুলি করা যেত
তবে আমাদের মনে এতটুকু আফসোস থাকত না
অপ্রকৃতিস্থ হয়ে অশ্বিনী নক্ষত্রে কষে লাথি মারতে টিকিট কাটতাম না
শুনেছি স্বর্গের গেস্টলিষ্টে আমাদের নাম নেই
তাই গুগলে সার্চ দেই স্বর্গ তৈরির রেসিপি:
চানাচুর, কোক আর গঞ্জিকা...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন