জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ৬ মে, ২০১৩

অমর্ষিত বালিকা


শুনতে কি পাও অমর্ষিত বালিকা
জীবনের ক্লান্ত অধ্যায়গুলো আমাকে ভেঙ্গে দিচ্ছে
বুনো হংসীর পরিত্যক্ত পালকের মত ভেসে চলেছি
নিয়ন আলোয় ভিজে যাওয়া রাস্তায়
সত্যিই ধংস হয়ে হারিয়ে যাচ্ছি
দ্বিপ্রহরের অগ্নিশিখায়ও ঘোচে না অন্ধকার
তোমার পৃথিবীতে হয়ত আমি ছিলেম বড্ড বেমানান
ঢেকে দিলে তাই সব সুর্যগ্রহনে

একবার ভেবে দেখ তবে কোনদিন অবসর পেলে
অথবা জমজমাট চায়ের আসরে নিষ্ঠুর নিরবতায় যখন তুমি ডুবে
এতটা আগ্রহ নিয়ে তোমার অভিযোগ কেউ শুনবে কি?

1 টি মন্তব্য:

  1. বালিকা

    বালিকা
    ঘুমাওনি এখনও
    বাহিরে দেখ
    গুড়ি গুড়ি বৃষ্টি মেঘলা আকাশ
    ব্যালকুনিতে নেই কেন তোমার অবস্থান।

    বালিকা
    চিন্তার সাগরে হাবু ডুবু খাচ্ছ বুঝি
    চিন্তার আছে কি কোন শেষ সীমানা
    ভাব আরো বেশি করে ভাবতে থাক
    দেখ পাও কী না কোন কুল কিনারা।

    বালিকা
    কি কথা ভাবছ আমাকে বলতে পার?
    হা হা হা বলবে না
    লজ্জা পেয়েছ বুঝি?
    লাজ-লজ্জা সব ছাড়
    তোমাকে বলি শোন
    তুমি তো এখন আর ছোট নয়
    যা কিছু ভাব করতে পার
    এটা তো ঠিক।

    বালিকা
    চোখের পাঁপড়ি খোল
    মনের দরজা আলগা করো
    যাকে ভালোলাগে তার দিকে হাত বাড়াও
    ভালোবাসা দাও তাকে উজার করে
    ঠিক যতটুকু ভালোবাসা দেবে তাকে
    ঠিক ততটুকু ভালোবাসা পাবে তার কাছে।

    বালিকা
    হা হা হা হা হা
    মন খারাপ করে দিলাম বুঝি
    একটুও কি ভালো লাগে নি
    তোমার চিন্তার ভাবনাকে
    মারতে পারনি এখনও।

    বালিকা
    তোমার ঘরের দরজা খোলা
    তোমার ঘরের জানালা খোলা
    তোমার ঘরের পর্দাটা আড়াল করে রাখা
    তুমি দেখি এখনও অনেক ছোট।

    উত্তরমুছুন