জনপ্রিয় পোস্টসমূহ

বুধবার, ১০ নভেম্বর, ২০১০

প্রিয় হ্যান্ডগানের ব্যারলে তাকিয়ে ভাবছি

আজকে মনে হচ্ছে শুন্যতার শতবর্ষ পূর্তি
আজকে মনে হচ্ছে কোনই অতীত ছিল না
আজকে কিছুই মনে পরছে না
অথবা হয়ত আজ সবকিছু একবারে মনে পড়ে গিয়ে মস্তিস্কে যানজট।

আজ মনে হচ্ছে গতকালও সারাবেলা ছিল মস্তিস্কে শুন্যতা;
আজ নিজেকে মনে হচ্ছে নিন্মমাধ্যমিকের কোন বোকা-গাধা ছাত্র
অক্ষর গুলো সব গিলে খেয়ে চোখের ফ্যাল-ফ্যাল দৃষ্টি।
আজ মনে হচ্ছে বার্ষিকীতে ফেল করে দিশেহারা—
রিপোট কার্ডটা হাতে নিয়ে বসে আছি শুন্য বেঞ্চিতে।

আজ মনে হচ্ছে জীবনের সব হেরে যাওয়া ঘটনা এই মুহুর্তে একসাথে ঘটছে
পুনরায় সেই ভয়ঙ্কর সব ব্যর্থতার লজ্জা, ঘৃনা, ক্ষোভ জন্ম নিচ্ছে নতুন করে,
গলায় কান্না চেপে রেখে রেখে ভাংছে কন্ঠস্বর,
মাদকাসক্তের রক্তিম চক্ষুর দেয়াল জুড়ে জমছে নোনা জল—
অথচ খানিকটা পরই আবার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামির চোখের দুঃক্ষময় নির্লিপ্ততা।

আজ অনুভূতিহীন বলে, অনুভুতির খোঁজে বন্ধ সব দুয়ারে কড়া নাড়ছি,
আজ কফিনের অসস্থিকর শ্বাসরুদ্ধতা আমাকে বাঁচিয়ে রাখছে;
আজ বিধাতার স্বর্গদূতেরা আমার কাছ হতে দুরে সরে থাকছে,
শুধু জীবন্ত চিতার যন্ত্রণা নিয়ে আসছে শয়তানের তামাটে সৈনিকেরা।

দৃশ্যমান সবুজে নীলাভ ধমনী ধরছে ছাইয়ের কালচে বর্ণ
নিস্তেজ হয়ে আসা আঙ্গুলগুলো মাথা তুলে দাড়িয়ে দিচ্ছে না
নিভিয়ে— বিছানার পাশে জ্বলে থাকা একমাত্র টেবিলল্যাম্প;
আয়নার প্রতিবিম্বে দেখা স্বীয় কুত্সীত মুখচ্ছবি শুধুই বাড়াচ্ছে আক্ষেপ।

কি প্রয়োজন ছিল মৃত্যুর এত কাছে থেকে ফেরাবার জন্য বিধাতার কাছে মিনতির?
কি প্রয়োজন ছিল সেদিন প্রাণ ভিক্ষে চাওয়ার?
সেদিন কি মৃত্যুদেব সমন জারি আসেন নি, নিতে আজকের এই অতি ঘৃণিত জীবনকে?
সেদিন কি হতে পারত না এই অপয়া অজাজিত স্বত্তার শেষ?
আক্ষেপ হয় কেন চাইনি ছুয়ে যাক ও'পারের আলো,
কেন আঁকড়ে ধরেছিলাম এই জগতকে ভয়ার্ত শিশুর মত
কেন ভেবেছিলাম আমার পৃথিবীতে মাতাল সমুদ্রের ঝড় কাটতে পারে?
আজ স্মিথ আন্ড ওয়েসনের ব্যারলে তাকিয়ে স্থবির হয়ে থাকার তো কথা ছিল না—
কথা ছিল না পয়েন্ট ৩৫৭ ম্যাগনাম মুখোমুখি দাড়াবে রক্তের নেশায়!

কথা ছিল আমার অন্ধকার সুরঙ্গের শেষে থাকবে আলোর মিছিল!

আজ মস্তিস্কের ক্ষরিত রক্ত বেয়ে ঝরছে পোতাস্রয়ের উল্লাসে,
ঝি ঝি ধরা শব্দে থমকে আছে পুরো নগর।
আজ মনে হচ্ছে গত সময়ের মতই এখনও হাত বাড়ালে কেউ নেই—
আজ স্বয়ং বিধাতাই আমাকে ভালবাসতে চেয়েও ভালবাসতে পারছেন না!

—রাইয়ান ওয়াহিদ
 (November 8, 2010)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন