নিহত সূর্যের ম্লান আলোয় সে আলিঙ্গন রেখে যায়
যেখানে কাশফুলের আঘাতে রক্তাক্ত হেরে গিয়েছি বার বার
সে জানে আমার স্পর্শকাতর গাড় সব মুহূর্তগুলি।
হেঁয়ালিপনায় আমার জীবনকে গোলাপের পাপড়ি ভেবে
সে চাইলেই ছিঁড়তে পারে সযত্নে
শাশ্বত কামনাকে রূপ দিতে পারে মিথ্যের মত
যেন আমি ছিটকে পরি ব্যাসার্ধের বাইরে।
অথচ যতবার আমি চেয়েছি তাকে এড়াতে
ততবার আমি টুকরো-টুকরো হয়ে ভেঙ্গে পরেছি
তার ভয়ঙ্কর লাবণ্যের কাছে নিজেকে অসহায় জেনে
যেখানে কাশফুলের আঘাতে রক্তাক্ত হেরে গিয়েছি বার বার
সে জানে আমার স্পর্শকাতর গাড় সব মুহূর্তগুলি।
হেঁয়ালিপনায় আমার জীবনকে গোলাপের পাপড়ি ভেবে
সে চাইলেই ছিঁড়তে পারে সযত্নে
শাশ্বত কামনাকে রূপ দিতে পারে মিথ্যের মত
যেন আমি ছিটকে পরি ব্যাসার্ধের বাইরে।
অথচ যতবার আমি চেয়েছি তাকে এড়াতে
ততবার আমি টুকরো-টুকরো হয়ে ভেঙ্গে পরেছি
তার ভয়ঙ্কর লাবণ্যের কাছে নিজেকে অসহায় জেনে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন