আমি যতবারই দাঁত কেলিয়ে হেসেছি
ঈশ্বর ততবারই দিয়েছেন দাঁত ভাঙ্গা জবাব
যতবারই আনন্দে আত্মহারা হয়ে ছুটেছি
ততবারই তিনি মেরেছেন ল্যাং
যতবার সম্ভাব্য খুশির খবরে ফেলেছি প্রশান্তির নিশ্বাস
ততবার তিনি বালিশ চেপে ধরেছেন আমার মুখের উপর
কোন অপরাধ ছাড়াই ক্ষমা চেয়েছিলাম একবার
অনুগত্য বিছিয়ে ভিক্ষে চেছিলাম মুক্তির
চেতনার প্রতিটি অনুমুহুর্তে নরখের যন্ত্রণা পেয়েছি উপহার
বধির স্থব্ধতায় তিনি বলেছেন "আমি তোমাকে ঘৃনা করি"
তাই আজ আমিও বলি "the feeling is mutual"
ঈশ্বর ততবারই দিয়েছেন দাঁত ভাঙ্গা জবাব
যতবারই আনন্দে আত্মহারা হয়ে ছুটেছি
ততবারই তিনি মেরেছেন ল্যাং
যতবার সম্ভাব্য খুশির খবরে ফেলেছি প্রশান্তির নিশ্বাস
ততবার তিনি বালিশ চেপে ধরেছেন আমার মুখের উপর
কোন অপরাধ ছাড়াই ক্ষমা চেয়েছিলাম একবার
অনুগত্য বিছিয়ে ভিক্ষে চেছিলাম মুক্তির
চেতনার প্রতিটি অনুমুহুর্তে নরখের যন্ত্রণা পেয়েছি উপহার
বধির স্থব্ধতায় তিনি বলেছেন "আমি তোমাকে ঘৃনা করি"
তাই আজ আমিও বলি "the feeling is mutual"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন