জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ৬ মে, ২০১৩

Mutual feelings

আমি যতবারই দাঁত কেলিয়ে হেসেছি
ঈশ্বর ততবারই দিয়েছেন দাঁত ভাঙ্গা জবাব
যতবারই আনন্দে আত্মহারা হয়ে ছুটেছি
ততবারই তিনি মেরেছেন ল্যাং
যতবার সম্ভাব্য খুশির খবরে ফেলেছি প্রশান্তির নিশ্বাস
ততবার তিনি বালিশ চেপে ধরেছেন আমার মুখের উপর
কোন অপরাধ ছাড়াই ক্ষমা চেয়েছিলাম একবার
অনুগত্য বিছিয়ে ভিক্ষে চেছিলাম মুক্তির
চেতনার প্রতিটি অনুমুহুর্তে নরখের যন্ত্রণা পেয়েছি উপহার
বধির স্থব্ধতায় তিনি বলেছেন "আমি তোমাকে ঘৃনা করি"
তাই আজ আমিও বলি "the feeling is mutual"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন