জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ৬ মে, ২০১৩

অনুনয়

ঠিক বালির মত নয়
হয়ত কিছুটা সময়ের মত
অনেকটা দুরে সরে এসে
ঢের অনুভব করি ঢেউয়ের উষ্ণতা
এতটা পথের রেখায়
রক্তাক্ত গুমট আর্তচিত্কার
আর সারিবদ্ধ অশ্রু ফোটা
মায়াবী সন্ধ্যাটা কেন এতটা ক্ষণস্থায়ী হয়?
ভাবতে ভাবতে আসে আর একটা তন্দ্রার জন্মলগ্ন
জন্ম হয় ঘামে ভেজা একটা দুঃস্বপ্নের
তারপর এক এক ফোটা করে মরে যেতে থাকি
তারপর অজস্র প্রার্থনায় চাই আর একটা জীবন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন