মুক্তি চাই--- আজীবন না হলেও ষোল মাসের মুক্তি চাই!
দেহ-খাঁচা থেকে বের হয়ে হাসিমুখে সিগারেট ঠোটে-
নিশ্চিন্ত মনে শহরের প্রিয় রাস্তাগুলোতে হাটতে চাই
মধ্যাকর্ষণ শক্তির বলয় ভেঙ্গে ধুমকেতুর সাথে দৌড়তে চাই
পানকৌড়ির কৃষ্ণ ডানায় গগন ঘুরে
স্বচ্ছ বিলের মাছেদের সাথে ডুবসাতারে যেতে চাই
নগ্ন পায়ে যথাক্রমে শহুরে পথের কংক্রিট; মৃত কাশবনে
অবহেলিত দুর্বা ঘাস পেরিয়ে প্রভাতের শেষ শিশিরে ভিজতে চাই
পর্যটকহীন সৈকতে কাঁকড়া-কাছিমের পদচিহ্ন অনুসরণ করে
সূর্যোদয়ের আধঘন্টা আগে সমুদ্রস্নানে যেতে চাই
ঘরে ফেরার বুনিয়াদী মায়া ছেড়ে দমকা হাওয়ার বেগে ছুটতে চাই
দেহ-খাঁচা থেকে বের হয়ে হাসিমুখে সিগারেট ঠোটে-
নিশ্চিন্ত মনে শহরের প্রিয় রাস্তাগুলোতে হাটতে চাই
মধ্যাকর্ষণ শক্তির বলয় ভেঙ্গে ধুমকেতুর সাথে দৌড়তে চাই
পানকৌড়ির কৃষ্ণ ডানায় গগন ঘুরে
স্বচ্ছ বিলের মাছেদের সাথে ডুবসাতারে যেতে চাই
নগ্ন পায়ে যথাক্রমে শহুরে পথের কংক্রিট; মৃত কাশবনে
অবহেলিত দুর্বা ঘাস পেরিয়ে প্রভাতের শেষ শিশিরে ভিজতে চাই
পর্যটকহীন সৈকতে কাঁকড়া-কাছিমের পদচিহ্ন অনুসরণ করে
সূর্যোদয়ের আধঘন্টা আগে সমুদ্রস্নানে যেতে চাই
ঘরে ফেরার বুনিয়াদী মায়া ছেড়ে দমকা হাওয়ার বেগে ছুটতে চাই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন