জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ৬ মে, ২০১৩

অবহেলা

ঈশ্বর আপনি স্যান্ডেল খুলে ছায়াপথ জুড়ে হাঁটুন
পৃথিবীকে ভাবুন পিঁপড়ের বাসা- শিশুতোষ খামখেয়ালীতে
এক চিমটি পরিমাণ প্রশান্তি দিন
যেন ইচ্ছে হলেই নরক বইয়ে দিতে পারেন মস্তিস্ক জুড়ে
চোখ ফেটে বয়ে যাক অশ্রু-জলোচ্ছ্বাস
আপনি তখন ব্যস্ত কাগজের নৌকো বানাতে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন