জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ৬ মে, ২০১৩

গৌণ

অস্বীকার করে যাও-
অবহেলা ধুলো জঞ্জাল
মাছি উড়ুক ঠোট জুড়ে-
ক্ষত শুকনোর অবকাশ পায় না

নিজের মুখোমুখি হতে তুমি চাও না
নির্লিপ্ত পাষাণের তরবারি রক্ত ছোয় না
ছুঁয়ে যায় ঢের অশ্রু- হতাশার এক বুক
দালানের গৌরবে সিঁড়িতে শুয়ে থাকা প্রতি রাত
কখনও কমেনি শীত, আজও সে কমে না

বনিকের অভিলাষে নিয়নের সাইন ভাসে
সড়ক দীপপুঞ্জ জুড়ে অনাশ্রিত শত অনুনয়
ফুটপাথ ডাইনিং টেবিলে
ছত্রাক রঙের পাউরুটি
খুটে ফেলে উড়িয়ে, খিদে দেবে তারিয়ে
তুমি-আমি বিলাসে বিলেতি ফাস্টফুড



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন