জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ৬ মে, ২০১৩

অক্ষমণীয়

পরিবর্তন তোমাকে স্বাগত জানাক
রঙের মেলায় ধূসরের বৃষ্টি নামিয়ে
বৃষ্টি-বিলাসে আশা করি তুমি ভাল আছ
এতটা পথ হেঁটে আসা পদচিহ্ন কাদায় মিশিয়ে
হলদে শেওলার রং ধুয়ে
আশা করি তুমি রংধনু জড়িয়ে বসে আছ
অনেকটা রাত আগে সহস্র নক্ষত্রের আলো জ্বেলে
মুঠোফোনে ফিস ফিস কথোপকথনে ভালবাসা শেখানো
তোমার কাছেই ঘৃণা শিখছি জেনে রেখ-
তোমার খামখেয়ালীতে পণ্ড প্রজাপতিদের সভা
আর আমার এক বস্তা স্ক্রিপ্টেড স্বপ্ন
তোমাকে ক্ষমা করবে না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন