জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ৬ মে, ২০১৩

পকেটসাইজ কোবেতে #১



ঘরে ফিরি পাথর হয়ে
নিজেকে ভরহীন ভেবে ঢলে পরি তোমার কোলে
ইদানিংকালের পরিচিত ধুলোগুলো
উড়ে যাবে নতুন সূর্যের আলোয়
আর আমি হাটুগেড়ে বসে তোমার অপেক্ষা করব


কত মাইয়া আসে কত মাইয়া যায়
কার সাধ্য আমার দিল নাড়ায়
মাগার মুনে হয় ভালুবাসি তায়
দেখিলে তুমারে বিগার উঠি যায়


কারো চোখে হারাই;
কারো বাঁকে হারাই
কিন্তু আমাকে খুজতে উদ্ধার অভিযানে আসে না কেউ
ভেউ ভেউ ভেউ



আকাশ ছুঁতে বসে আছি , তাও কেন পারছি ন
আকাশ আমি ঠিকই ছোব , এমন কথাও দিচ্ছি না
অনেক কিছু করার ছিল , কিছুই আমি করছি না
মাথার উপর এতো বোঝা , আর তো আমি পারছি না!!! (by Nazmus Sakib Abir)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন