এখন যখন ভাবি আমরা একসাথে ছিলেম
বলতে- তুমি এতটাই সুখী যে মরে যেতে পার
কিন্তু তখন আমার একটা অজানা কষ্ট হত
এখনও মনে আছে সেটা ভালবাসা আর তার ব্যথা
কিছু কিছু দুঃখে আসক্তি ধরে যায়
শেষ মুহুর্তে এসে সব শেষ হয়ে যাওয়ার মত
তাই যখন সেই দুঃখ খুঁজে পেলাম
তখন দুজনাই দিশেহারা
মনে আছে; যদিও তুমি বলেছিলে "আমরা বন্ধু হতে পারি"
কিন্তু স্বীকার আমার করতেই হয়
সকল বাধন ছিঁড়ে আমি সত্যিই স্বাধীন
এখন আমার মনে পরে যায় তুমি সবসময় আমাকে দমিয়ে রাখতে
বিশ্বাস করাতে সবসময়ই ভুল শুধু ছিল আমার
যদিও আমি চাইতাম না; তবুও তোমার প্রতিটি ইশারায় আমার চলা
মনে পরে তুমি বলতে- চাইলেই ছেড়ে যেতে পার আমায়
আর চলে গেলে "এক সময় চিনতে" এমন কারো জন্য তুমি একবারও ভাববে না
কিন্তু তোমার তো বাধন ছিন্ন করার কোন প্রয়োজন ছিল না
"আমাদের কোন পরিচয় নেই" এমন আচরণের দরকার ছিল না
আমার কোন প্রয়োজন নেই তোমার ভালবাসার
কিন্তু তারপরও অপরিচিতর মত আচরণ করলে এখনও কষ্ট পাই
বন্ধুদের কাছে নালিশ করে এখন বদলে ফেলেছ তোমার মুঠোফোনের নাম্বার
এভাবে এমন করা কি একবারও বাড়াবাড়ি মনে হয়নি?
তুমি কি জানতে না;-
এখন ও সেই সময় হতে তুমি শুধুই "কোন এককালে পরিচয় ছিল" এমন কেউ!
বালিকা
উত্তরমুছুনবালিকা
ঘুমাওনি এখনও
বাহিরে দেখ
গুড়ি গুড়ি বৃষ্টি মেঘলা আকাশ
ব্যালকুনিতে নেই কেন তোমার অবস্থান।
বালিকা
চিন্তার সাগরে হাবু ডুবু খাচ্ছ বুঝি
চিন্তার আছে কি কোন শেষ সীমানা
ভাব আরো বেশি করে ভাবতে থাক
দেখ পাও কী না কোন কুল কিনারা।
বালিকা
কি কথা ভাবছ আমাকে বলতে পার?
হা হা হা বলবে না
লজ্জা পেয়েছ বুঝি?
লাজ-লজ্জা সব ছাড়
তোমাকে বলি শোন
তুমি তো এখন আর ছোট নয়
যা কিছু ভাব করতে পার
এটা তো ঠিক।
বালিকা
চোখের পাঁপড়ি খোল
মনের দরজা আলগা করো
যাকে ভালোলাগে তার দিকে হাত বাড়াও
ভালোবাসা দাও তাকে উজার করে
ঠিক যতটুকু ভালোবাসা দেবে তাকে
ঠিক ততটুকু ভালোবাসা পাবে তার কাছে।
বালিকা
হা হা হা হা হা
মন খারাপ করে দিলাম বুঝি
একটুও কি ভালো লাগে নি
তোমার চিন্তার ভাবনাকে
মারতে পারনি এখনও।
বালিকা
তোমার ঘরের দরজা খোলা
তোমার ঘরের জানালা খোলা
তোমার ঘরের পর্দাটা আড়াল করে রাখা
তুমি দেখি এখনও অনেক ছোট।