জনপ্রিয় পোস্টসমূহ

শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০১০

বারণ

আমকে বারংবার বারণ করা হইয়াছে
আমি অবাধ্য হইয়াছি
আমাকে দাহন যন্ত্রণা অনুভব করানো হইয়াছে
আমি এতটুকু দগ্ধ হইনি
আমাকে রাক্ষুসে গর্জন শোনানো হইয়াছে
আমি মুচকি হাসিয়াছি
আমাকে তিমির নক্ষত্র হীন রাত্রি দেখানো হইয়াছে
আমি অঞ্জলিতে জেলেছিলেম আলো
আমাকে জীবন্ত লাশেদের গল্প শোনানো হইয়াছে
আমি তখন অন্য কোন গল্পে বিভোর
আমাকে রংচটা ভোর দেখানো হইয়াছে
আমি তখন সন্ধ্যার কল্পনায় মশগুল
আমাকে চাতক পাখির হাহাকার দেখানো হইয়াছে
আমি তখন তোমার কথা ভাবছিলাম
আমাকে তোমার রূপক মরীচিকা দেখানো হইয়াছে
আমি কল্পনায় তোমার সত্যতা প্রমাণ করেছি
তোমার দেয়া ক্ষতগুলোকে পুনরায় জীবিত করা হইয়াছে;
আমি তোমা হতে চিরবিদায় নেব বলে মুঠোফোনে-
অতঃপর-
তোমার হাসিতে বেমালুম সব ভুলিয়া দাড়ায়ে ঝাউ বনে
নক্ষত্র শিকারি আমি
তোমার মোহে চন্দ্রাহত হইয়া ঘরে না ফিরিলাম

(December 3, 2010)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন