জনপ্রিয় পোস্টসমূহ

রবিবার, ১৯ জুন, ২০১১

সম্ভাব্যতার অন্ধকার অংশ

এইসব যদি জানা হয়ে যায়---
আমরা যদি আমাদের প্রশ্নের উত্তর খুঁজে না পাই?
অথবা ধর যদি উত্তর পাই
কিন্তু তা মেনে নিতে আমরা নারাজ
কিংবা উত্তর আমাদের বোধগম্য নয়
যদি ধর আকাশটা আর ভালো না লাগে
ঘাসের বিছানায় যদি ধর লাল পিঁপড়ের বাসা
যদি এমন সময় আসে এক দিন
যানজটে বসে সূর্যাস্ত দেখে দেব রিক্সার হুড তুলে
যেন সেই সময়গুলোর সাথে হটাত মিল খুঁজে না পাই
যদি ধর একদিন শহরের এই খাদ্য-গুদাম গুলোয় আর না আসি
চকচকে প্লাস্টিকে মোড়ানো মেনু কি আমাদের খুঁজবে?
অথবা যদি শুধু আমি আসি কিংবা শুধু তুমি
তবে আমরা কি তখন একা একা আসব?
অটুট বিশ্বাসে একদিন ধর দুজনেই দুজনার সীমানায়
যদি সেই বিশ্বাসই ভেঙ্গে যায়?
আমরা কি তখন খুব বেশি অবাক হব?
যদি একদিন তোমার জন্য ঘর-ছাড়া আমি
অথবা আমার জন্য ঘড়-ছাড়া তুমি
সামান্য সময়টুকুই খুঁজে না পাই?
তবে কি আমরা দুজনেই ভাববো "এভাবে তো চাইনি"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন