জনপ্রিয় পোস্টসমূহ

শনিবার, ২৫ জুন, ২০১১

বাসনা

ইচ্ছে করে গোলাপটাকে চড় মেরে
ফেলে দেই হাসনাহেনার আবর্জনায়
লজ্জায় পড়ে হলেও গোলাপটা গন্ধ শিখুক
শুধু রঙের সাজে কি ফুল হওয়া যায়???

মুঠো ভর্তি মরিচের গুড়ো
ইচ্ছে করে আলোর চোখে ডলে দেই
উজ্জ্বলতার অহংকার তো শিখেছে খুব
এবার কাঁদতে কাঁদতে শিখুক সে অন্ধকার!!!

মেঘের মাথা ফাটিয়ে জল নামাই
ইচ্ছে হলে সেই জলে আগুন পোড়াবো
হতচ্ছাড়া আগুন শিখুক দহন কেমন লাগে!!!

সেই দিন মাত্র হাটতে শেখা- দমকা হাওয়া;
আজ কাল বৈশেকের মুখোস পরে দিচ্ছে ছুট
ইচ্ছে করে ল্যাং মেরে ফেলে দেই,
হতচ্ছাড়াটা শিখুক শহুরে বাতাসের মত
ভীষণ জ্যামে আটকে থেকে খুড়িয়ে খুড়িয়ে চলতে!!!

ইচ্ছেটার ইদানীং ছায়াপথ জুড়ে বিচরণ
ইচ্ছে করে ইচ্ছেটাকে বেদম প্রহারে শেখাই বাস্তবতা
শুকতারার আলোতে লুকাতে চাইলেই কি সম্ভব?
দেখুক সে তার খামখেয়ালির পরিণতি— আমার আত্মদহন!!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন